• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

জাতীয়

ফের রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

  • ''
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০২৩

চতুর্থ দফায় সড়ক, রেল ও নৌপথে অবরোধের কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে এই কর্মসূচি দেয়া হয়েছে বলে এ সময় জানানো হয়।

এছাড়া, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে আহত পোশাক শ্রমিকদের জন্য দোয়া কর্মসূচি ঘোষণা করেছে কাল শুক্রবার।

এদিকে, একই দাবিতে বিএনপির তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে এখন। যা কাল ভোরে শেষ হবে। একই কর্মসূচি পালন করছে তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল। আর জামায়াতও তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে।

এর আগে, গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনার পরদিন সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর প্রথম দফায় ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধের ডাক দেয় দলটি। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads